32.3 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত

আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত


বিএনএ ডেস্ক : ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। নিহতের নাম মোছা. রোকেয়া বেগম। তিনি ম্যাসকট গার্মেন্টস লি.-এ সহকারী সেলাই মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন।

নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত  করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

শিল্প পুলিশ জানায়, আগে থেকেই কারখানাটি শ্রম আইন ২০০৬-এর ১৩/১ ধারায় বন্ধ ছিল। আজ সকালে শ্রমিকরা কারখানা চালু হয়েছে কি না দেখতে এসে দেখেন, ১২/৮ ধারা অনুযায়ী লে অফ করা হয়েছে।

এরপর শ্রমিকরা উত্তেজিত হয়ে আশপাশে চালু থাকা রেডিয়েন্স গার্মেন্টস, সাউদার্ন নিটিংসহ অন্য আরও বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং অন্যান্য শ্রমিকদেরকেও তাদের সাথে বিক্ষোভ করতে ডাকেন। কিন্তু জবাবে অন্য কারখানার শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে হতাহতের ঘটনা ঘটে।

সকাল পৌনে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত রোকেয়াকে স্থানীয় পিএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

বিএনএ/ ওজি/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ