16 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) পৌনে চারটার দিকে উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০), তার বাবা শ্রীকান্ত ধর (৬৫)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনাঢ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় সিএনজি চালক আলী আজগর (৩০)। সে একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিক্সা উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় পৌছলে হঠাৎ উল্টে যায়। চলন্ত সিএনজি অটোরিকশাটি আরেকটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ সড়কে উল্টে একটি চলন্ত লরির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলে মিঠু ধর নিহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী একটি সিএনজি হঠাৎ উল্টে গিয়ে লরি সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হন এবং পরে আরও দুই জন নিহত হয়। সিএনজি ও লরি গাড়ি হেফাজতে রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/ এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ