29 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

test

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন পাকিস্তানে আছে বাংলাদেশ দল। সেখানেই অনুশীলন সেরে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। কিন্তু সে টেস্টের আগে দুঃসংবাদ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হওয়া টেস্ট চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এ পাঁচ দিনই রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট প্রথম টেস্টের পাঁচদিনই বৃষ্টির শঙ্কা রয়েছে।’ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আবহাওয়ার এ অবস্থায় ভেন্যু তৈরির কাজ বাধাগ্রস্ত হতে পারে।

গ্রাউন্ড স্টাফরা এখনো পিচ তৈরির কাজ শুরু করতে পারেননি বলেও জানিয়েছে জিও সুপার। এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কোন পিচে খেলা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এর মধ্যেও দুদলই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ম্যাচটি মাঠে গড়াবে বলেও আশাবাদী দুদল।

এর আগে গত মঙ্গলবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলার পর করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ