26 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ৪

ফেনীতে ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ৪


বিএনএ, ফেনী : ফেনী থেকে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি উদ্ধারসহ চার চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া অংশ থেকে তাদের আটক করা হয়। এসময়

আটককৃতরা হলেন, মোঃ রুবেল মিয়া (২৩), আরিফ হোসেন (২০), মোঃ আলী নেওয়াজ মজুমদার (২১), আরমান হোসেন (২৮)।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব ৭ এর একটি দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় একটি পিকআপ ও প্রাইভেট কার তল্লাশি করে ৮৬৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ওই চারজনেকে। তাদের ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

গ্রেপ্তার হওয়া আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ