22 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

বিএনএ ক্রীড়া ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।১৭ অক্টোবর শুরু হবে এবারের আসর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
এতে বাংলাদেশের খেলার দিনক্ষণও নিশ্চিত হয়েছে বিশ্বকাপে। মঙ্গলবার(১৭ আগস্ট)আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা। ওইদিন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিব-রিয়াদরা।১৯ অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক ওমান। আর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে ওমানে।

প্রথম রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্য থেকে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে প্রথম রাউন্ডে খেলতে হবে।‘এ’ গ্রুপে থাকা চারটি দল হচ্ছে আয়ারল্যান্ড, নামিবিয়া, শ্রীলাঙ্কা ও নেদারল্যান্ডস। এ গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘বি’ গ্রুপেরও চ্যাম্পিয়ন ও রানার-আপ দল খেলবে সুপার টুয়েলভ-এ।প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২১ অক্টোবর। এরপর ২৩ অক্টোবর শুরু হবে মূল পর্বের খেলা।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এ আছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।

গ্রুপ-২ এর ভারত ও পাকিস্তানের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ ২৪ অক্টোবর। এ ম্যাচটি নিসন্দেহে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের খোরাক জোগাবে। ভারতকে মোকাবিলা করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরের ম্যাচ। ২৬ অক্টোবর। টুর্নামেন্টে আফগানিস্তানের প্রথম ম্যাচ ২৫ অক্টোবর, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ দল।

সুপার টুয়েলভে সর্বমোট ৩০টি ম্যাচ হবে। দুবাই, আবুধাবি ও শারজায় হবে এই রাউন্ডের ম্যাচগুলো। শারজায় মূল পর্বের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে এক নম্বর গ্রুপে থাকা সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ওইদিন আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ৩০ অক্টোবর হবে ক্রিকেটের দুই চির শত্রু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ। ৬ নভেম্বর আবুধাবিতে একে অন্যের শক্তি যাছাই করবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। একই দিন সাউথ আফ্রিকা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি।

১০ নভেম্বর আবুধাবিতে প্রথম ও ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।কোনো কারণে নির্ধারিত তারিখে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ালে ১৫ তারিখ রিজার্ভ ডেও রাখা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ