বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৬ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। ছয়জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। আর দুইজন শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। হাসপাতালটিতে চলতি মাসে ১৭ দিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫২৭ জন।
বিএনএনিউজ/জেবি