বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। গরু দুটি আসন্ন কোরবানীর বাজারে বিক্রির উদ্দেশ্যে বছর ধরে লালন পালন করা হয়েছিল। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির জন্য মোটাতাজা করা হয়েছিল। শনিবার সকালে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায়। মাঠেই পড়ে থাকে গরু দুটির নিথর দেহ। স্থানীয় উৎসুক জনতার ভিড় জমায় গরু দুটি দেখতে।
স্থানীয় ইউপি সদ্য মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, দরিদ্র দুই পরিবার অনেক আশা নিয়ে গরু দুটি লালন পালন করে মোটা তাজা করেন। আসন্ন কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি