31.5 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - মে ১৭, ২০২৫
Bnanews24.com
Home » মাটি খুঁড়তেই মিলল ডাকাতির বান্ডেল বান্ডেল টাকা

মাটি খুঁড়তেই মিলল ডাকাতির বান্ডেল বান্ডেল টাকা

মাটি খুঁড়তেই মিলল ডাকাতির বান্ডেল বান্ডেল টাকা

বিএনএ, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ মে) আটকদের দেওয়া তথ্যমতে, পৃথক অভিযানে ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আটকরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ, একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর, লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহিম, একই এলাকার আব্দুল ওহাবের ছেলে মো. সুজন এবং সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসের আলীর স্ত্রী আনোয়ারা বেগম।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে ওয়াসের আলীর ছেলে মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তাকে এই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ মে) ভোর রাতে একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ