17 C
আবহাওয়া
৫:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকের নুজাবা মুভমেন্টের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, তারা দখলদার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুজাবা মুভমেন্টের।

নাসর আশ-শাম্মরি আরও বলেছেন, ইরাকের জনগণ বিশেষকরে প্রতিরোধ সংগ্রামীরা ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।

আশ-শাম্মারি বলেন, ফিলিস্তিনিরা দখলদার ইসরায়লের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। আর আরব দেশগুলোর যেসব শাসক ইসরাইলের সঙ্গে আপোষ করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা। তারাও ইসরায়লের অপরাধে সমভাবে অপরাধী।

দখলদার ইসরায়ল গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে। অবশ্য ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরাও পাল্টা জবাব দিচ্ছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ