32 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - জুন ২, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ সমাবেশ


বিএনএ, বিশ্ব ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ইতালির রোম ও বলোনিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় সময় বেলা ২টায় বলোনিয়া এবং রোমে বিকাল ৪টায় শান্তামারিয়া মার্জোরে গির্জার সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বলোনিয়ার মানবাধিকার সংস্থা ছিকবাশ, ছাত্রছাত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় সাধারণ জনগণ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এতে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরাইল পবিত্র রমজানের মধ্যে আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়েছে। মুসলিমরা পবিত্র রমজানের ইবাদাহ-বন্দেগিতে যখন মশগুল, তখনই অশুভ ইহুদিবাদী শক্তি জঘন্য নারকীয় হামলা চালায় জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায়।

সমাবেশে বক্তরা আরও বলেন, ইফতার ও নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপর সোমবার জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরাইলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচারে রাবার বুলেট ছুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আহত করে।

এ সময় ফিলিস্তিনি কয়েকজন নাগরিক সমাবেশে উপস্থিতি হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ