40 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১১

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১১

ডেঙ্গু হাসপাতালে ভর্তি আরও ১১

বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১ জন ভর্তি হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জনের মধ্যে বরিশাল বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন রয়েছেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ছয়জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিএনএনিউজ/ বিএএ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ