বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ও নগদ টাকা খুইয়েছেন মো. সোহাগ মিয়া (২৭) নামের এক র্যাব সদস্য। তিনি র্যাব ১ এর সিপিসি-৩ এ কর্মরত।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
সোহাগ মিয়ার সহকর্মী, র্যাব সদস্য উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসু মিয়া জানান, শুক্রবার রাতে ছুটি শেষ করে গাজীপুর থেকে বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে তাকে অজ্ঞান করেন। এসময় সোহাগ মিয়ার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় চক্রটি। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান অসুস্থ র্যাব সদস্যকে ঢামেক থেকে শনিবার সকালের দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন কিছুটা সুস্থ।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/ হাসনা