26 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » আফগান দলের সবাই করোনা নেগেটিভ

আফগান দলের সবাই করোনা নেগেটিভ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে খেলতে আসা আফগানিস্তান দলের ৮ সদস্যের করোনাভাইরাসে আক্রান্তের খবর এসেছিল। একদিন পরই আরেক দফা পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে।

খরবটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।

তিনি জানান নেগেটিভ ফল আসায় তাদের অনুশীলন করতে কোন বাধা নেই, ‘তাদের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কাল থেকেই তারা অনুশীলন করতে পারবে।’ একদিনের ব্যবধানে নেগেটিভ আসায় এই চিকিৎসক জানান, প্রথম পরীক্ষার ফল ফলস পজিটিভ এসে থাকতে পারে।

বাংলাদেশেই অনুশীলন করার জন্য আগেভাগেই চলে এসেছে আফগানরা। সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ব্যবস্থাপনায় ক্যাম্প করছে তারা। মঙ্গলবার সেই ক্যাম্পের মধ্যেই আসে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর। তাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দল বানানো নিয়েই শঙ্কা পড়ে যায় সফরকারীরা। একদিনের মধ্যেই সেই শঙ্কা উবে গেল।

আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

২৩ ফেব্রুয়ারি  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ। বাকি দুটি ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই মাঠে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ