সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: ভারতের কলিকাতাস্থ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা আলহাজ মৌলভী সৈয়দ সোলতান আহমদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া এবং উপজেলার মৃত্যুবরণকারী অন্যান্য শিক্ষকদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তাগণ বলেন, শিক্ষকরা নিরবে দেশ ও জাতির খেদমত করে যান। শিক্ষক এবং শিক্ষা বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাংলাদেশে দ্রুত শিক্ষিতের মানুষের সংখ্যা বাড়ছে, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সে জন্য তাদের সকলের যথার্থ মূল্যায়ন হওয়া উচিত।
মঙ্গলবার(১৭ জানুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া মনজিলের দরগার নামক স্থানে মাদার্শা-সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখা আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব গোলাম মাহবুুব।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব মীর কাসেদুল হক।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য রাখেন জনাব এনামুল হক চৌধুরী, জনাব মুহাম্মদ ইউনুচ প্রধান শিক্ষক জনার কেওচিয়া সরকারি প্রা বি, জনাব এস এম ইউসুফ প্রধান শিক্ষক ছদাহ আবুল হোসেন স প্রা বি, জনাব অসীম বিশ্বাস প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইছহাক, জনাব মোহাম্মদ রেজাউল করিম রাসেল সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখা, জনাব আলম আরা বেগম প্রধান শিক্ষক মাদার্শা সোনাকানিয়া সরকারি প্রা বি, এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ মৌলভী সৈয়দ সোলতান আহমদের পুত্র ছৈয়দ মোস্তফা আয়ুব ও এস এম মহিউদ্দিন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দরবারে আলীয়া ফারুকীয়া ইংল্যান্ডের খলিফা, পীরে ত্বরিকত অধ্যক্ষ শাহ মাও. মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী।
এর আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক নেতা আলহাজ মৌলভী সৈয়দ সোলতান আহমদ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম সৈয়দ মোহাম্মদ জাকারিয়ার কবর জিয়ারত করেন।
বিএনএনিউজ২৪, এসজিএন