22 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা পরিচয়ে কোন বাংলাদেশি সৌদিতে গেলে পাসপোর্ট পাবে

রোহিঙ্গা পরিচয়ে কোন বাংলাদেশি সৌদিতে গেলে পাসপোর্ট পাবে

রোহিঙ্গা পরিচয়ে কোন বাংলাদেশি সৌদিতে গেলে পাসপোর্ট পাবে

বিএনএ,ঢাকা:বাংলাদেশি কোনো নাগরিক রোহিঙ্গা হিসেবে সৌদি আরবে গিয়ে থাকলে তাদেরকে অবশ্যই তাকে পাসপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদিতে যায়নি তাদের ক্ষেত্রে যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত কিং সালমান রিলিফ সেন্টার বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সে সময় আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন,সৌদি আরবে অবস্থানরতরা বাংলাদেশি পাসপোর্ট যদি একবার পেয়ে থাকে, আর যদি বাংলাদেশি পাসপোর্ট না পেয়ে থাকে, তারা যদি রোহিঙ্গা হয়ে থাকে তবে এগুলো বিচার বিশ্লেষণ করে চিন্তা করতে হবে।রোহিঙ্গা সমস্যাটা আজকের না। ৫০ থেকে ৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল।সৌদি আরবও এ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।বর্তমানে সৌদির একটি শহরে রোহিঙ্গারা একটা ক্যাম্প করে থাকছে।যারা রোহিঙ্গা তারা বাংলাদেশি নাগরিক নন।আর কাউকে যদি বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়ে থাকে,তাহলে সেটি নবায়ন করা হবে।কিন্তু তারা মায়ানমারের অধিবাসী বাংলাদেশের নাগরিক নন।মায়ানমার থেকে বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গার দেশে ফেরত পাঠাতে জাতিসংঘসহ দ্বিপাক্ষিক আলোচনা চলছে।রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সৌদি সরকার বাংলাদেমের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন,কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়কে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে।প্রকল্পের নির্বাহী দিকটি মুসলিম ওয়ার্ল্ডলীগ বাংলাদেশের এনজিও ব্যুরো ও শরণার্থী ত্রাণ ও উদ্বাস্তু প্রত্যাবাসন কমিশনের সঙ্গে পূর্ণ সমন্বয় সাধন করে কাজ করেছে।

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্বাগতিক দরিদ্র সম্প্রদায়ের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে ৩০ হাজার ফুড বাস্কেট (খাদ্য ঝুড়ি) বিতরণের জন্য সৌদি বাদশাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হবে।করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে।দেশে দরিদ্রের হার কমেছে।বর্তমানে দেশে অতি দরিদ্রের হার শতকরা ১১ থেকে ১২ ভাগ এবং তা ক্রমহ্রাসমান এবং দরিদ্র মানুষের বেশিরভাগই দেশের উপকূলীয় এলাকায় বাস করেন।

মন্ত্রী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।এসব মানুষের গৃহনির্মাণে সৌদি সরকার সহায়তা করলে তা প্রশংসনীয় উদ্যোগ হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ