26 C
আবহাওয়া
২:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

গাজীপুরে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

গাজীপুরে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

বিএনএ, ঢাকা: গাজীপুরে টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আইএফএল গার্মেন্টসের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়নাল (৩৫) নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে, সে পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। অপরজন মো. আশরাফুল (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আয়নাল নির্মার্ণাধীন কারখানার নিরাপত্তা প্রহরী ও মো. আশরাফুল ওই কারখানার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

টঙ্গীর পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আইএফএল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এ সময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শ করলে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ