বিএনএ, ডেস্ক : কে হতে যাচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি। এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।কয়েকদিনের মধ্যেই জানা যাবে রাষ্ট্রের তিন অঙ্গের একটির শীর্ষ পদে কে বসতে যাচ্ছেন।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সাধারণত আপিল বিভাগের সিনিয়র বিচারপতিই পরবর্তী প্রধান বিচারপতি হন। তবে জ্যেষ্ঠতার এই নিয়ম বহুবার মানা হয়নি। এই বিষয়ে সংবিধানে কোনো বাধ্যবাধকতাও নেই। রাষ্ট্রপতি যাকে খুশি প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন।
তবে বর্তমানে আপিল বিভাগে বিদ্যমান পাঁচ বিচারকের মধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেলে বাকি থাকবেন আর চার বিচারক। তারা হলেন- বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান ননী ও বিচারপতি ওবায়দুল হাসান।
সংশ্লিষ্টরা জানান, জ্যেষ্ঠতা অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলে পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারপতি ইমান আলীর। তিনি এখন সবচেয়ে জৈষ্ঠ্য বিচারপতি।
তবে যদি জ্যেষ্ঠতা অনুসরণ করা না হয়, আপিল বিভাগের বাকি বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান ননী ও বিচারপতি ওবায়দুল হাসানের মধ্য থেকে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, আপিল বিভাগের চার বিচারপতির তিনজনেরই অবসরের মেয়াদ ২০২৩ সালের মধ্যে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়।
বিএনএ/ওজি