25 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানের খবর : মসজিদে বোমায় মৃত বেড়ে ৪৭

আফগানিস্তানের খবর : মসজিদে বোমায় মৃত বেড়ে ৪৭

আফগানিস্তানের খবর

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা: নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৭

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের  ইমাম বারগা  বিবি ফাতেমা মসজিদে শুক্রবার(১৫ অক্টোবর) জুমার নামাজের সময় শক্তিশালী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৭ এ দাঁড়িয়েছে।

শনিবার(১৬অক্টোবর) আফগানিস্তানের সংবাদপত্র টোলোনিউজ জানায়,  শুক্রবারের ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৭ এ দাঁড়িয়েছে। তাছাড়া ওই ঘটনায় আহত আরও ৭০জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও শতাধিক আফগান খেলোয়াড়ের দেশত্যাগ

শুক্রবার(১৬অক্টোবর) আফগানিস্তান থেকে শতাধিক নারী ও পুরুষ খেলোয়াড়দের একটি বড় দল কাতার গিয়ে পৌঁছেছে। খবর খামা নিউজ।

কাতার এয়ালাইন্সের একটি ফ্লাইটে ২০ নারী ফুটবলার ও তাদের পরিবারও ছিল এই দলে। কাতার ও ফিফার চুক্তি অনুযায়ি এ সব আফগান খেলোয়াড়দের নিয়ে যায় আগামী বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।

কাতারের উপপররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রাণালয়ের মুখপত্র ললওয়া রশিদ আল খাতের আফগান খেলোয়াড়দের কাতারে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যে ফ্লাইটে আফগান খেলোয়াড়রা কাতার পৌঁছেছেন সেই ফ্লাইটে বেশ কয়েকজন নিউজিল্যান্ড এর নাগরিকও ছিলেন। মোট যাত্রী ছিল ৩৫৭জন।

তালেবানরা আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেবার পর কাতারের বিমানে সবচেয়ে বেশি যাত্রী এই ফ্লাইটে।

এর আগেও কাতার এবং যুক্তরাষ্ট্র শতাধিক নারী পুরুষ খেলোয়াড়কে বিশেষ বিমানে আফগানিস্তান ত্যাগে সহায়তা করেছে এবং তাদের বিভিন্ন দেশে অস্থায়ীভাবে শরণার্থী কোটায় আশ্রয় দেয়া হয়েছে।

বিএনএ নিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ