24 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ৩২ জনের পদ স্থগিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ৩২ জনের পদ স্থগিত

৩২ জনের পদ স্থগিত

বিএনএ ডেস্ক: ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের চার দিনের মাথায় নানা অভিযোগে ৩২ জনের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবাহিতসহ তথ্য গোপনের অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।

ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর কারো কোনো অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছিলো। যাদের বিরুদ্ধে তখন অভিযোগ পাওয়া যায় নি তাদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে। এখন আবার অভিযোগ ওঠায় স্বচ্ছতার জন্য তদন্ত করা হবে। অভিযোগ প্রমানিত না হলে তাদের পদ ফিরিয়ে দেয়া হবে।

যাদের পদ স্থগিত রাখা হয়েছে তারা হলেন-সহ সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, ইউনুচ আলী রাহুল, মো. সালাহউদ্দিন, আকন মামুন, খায়রুল আলম সবুজ, মারজুক আহমেদ, জুয়েল মৃধা, সালেহ মো. আদনান, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন সুজন। সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, মাইনুল ইসলাম সোহান, কাজী মোহাম্মদ রেজাউল করিম রাজু, এস এম ফয়সাল, কামরুজ্জামান কামরুল, মীর ইমরান হোসেন মিথুন, বাছিরুল ইসলাম রানা, আজিজুল হক জিয়ন, আরিফুর রহমান আমিন, মিজানুর রহমান মিজান, ফেরদৌস হোসেন ফয়সাল, আল মামুন, আরিবা নিশীথ।

সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, এম এ রহিম শেখ, শহীদুল ইসলাম নয়ন, মামুন মজুমদার, নজরুল ইসলাম রাঢ়ী। সহ আইন সম্পাদক ওয়ালিউল্লাহ, সহ পাঠাগার সম্পাদক আনিসুর রহমান আনিচ ও সহ অর্থ সম্পাদক রিয়াদ হোসেন।

গত রোববার ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ