21 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ট্রাকচাপায় মো. রিদুয়ান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা হক স্কয়ার ক্লাবের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার মহিউদ্দিনের ছেলে। তবে এই ঘটনায় আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাকসুদ আহমেদ।

তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এই ঘটনায় একজন নিহত রয়েছেন। আহত হয়েছে একজন। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ