27 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » গার্ডার চাপায় নিহত রুবেলের মরদেহ নিতে এসেছে ৭ নারী

গার্ডার চাপায় নিহত রুবেলের মরদেহ নিতে এসেছে ৭ নারী

গার্ডার চাপায় নিহত রুবেলের মরদেহ নিতে এসেছে ৭ নারী

বিএনএ,ঢাকা : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপায় নিহত রুবেলের মরদেহ নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপসতাল মর্গে এসেছেন ৭ নারী। তারা প্রত্যেকেই দাবি করছেন, রুবেল তার স্বামী। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে মর্গের সামনে এসে তারা স্বামী বলে দাবী করছেন। সেখানে আত্মীয়-স্বজনেরা ভিড় জমিয়েছেন আবার অনেকেই কান্নাকাটি করছেন।

স্বজনদের সূত্র বলছে, রুবেলের স্ত্রী সংখ্যা ৮ জন। তার মধ্যে ৭ জন মর্গে এসেছেন মরদেহ নিতে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহসিন জানন, এই নিয়ে আমরা একটু সমস্যা মধ্যে আছি। তবে লাশের দাবী দারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে প্রমাণ আনতে বলা হয়েছে।

এ ঘটনা তাদের মধ্যে সমতা না হলে রুবেলের মরদেহ হাসপাতালে রাখা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। সোমবার রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে পরিবারের কর্তা রুবেলও নিহত হন। তিনি গাড়িটি চালাচ্ছিলেন।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ