30 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দেশের দুই পুঁজিবাজারে সূচকের রেকর্ড

দেশের দুই পুঁজিবাজারে সূচকের রেকর্ড

দেশের দুই পুঁজিবাজারে সূচকের রেকর্ড

বিএনএ,ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৭০০ পয়েন্টের নতুন মাইলফলক স্পর্শ করেছে। একইভাবে সিএসই’র সার্বিক সিএএসপিআই সূচক ইতিহাসে প্রথমবারের মতো ১৯ হাজার ৬০০ পয়েন্টের নতুন মাইলফলক স্পর্শ করেছে।

একইসঙ্গে এদিন টাকার পরিমাণেও লেনদেন বেড়েছে। ফলে ১১ বছরের মধ্যে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়ে রেকর্ড গড়েছে। এদিন ডিএসই’র সূচকের সঙ্গেও বাজার মূলধনে ফের নতুন রেকর্ড গড়েছে। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএসইএক্স সূচকটি ৭৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। তবে ঠিক পরের কার্যদিবস সোমবার সেই রেকর্ড ভেঙে ফের নতুন রেকর্ড গড়লো ডিএসইএক্স।

বিএনএনিউজ২৪/শহীদুল, আমিন

Loading


শিরোনাম বিএনএ