14 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পটিয়ায় গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়ায় গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় জোৎস্না আক্তার (২৩) নামে এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত জোৎস্না আক্তার উপজেলার ছনহরা ইউনিয়নের চাটারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার উপ-পরিদর্শক সমীর ভট্টাচার্য্য।

তিনি বলেন, আমরা সকালে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে জানতে পারি- ৬-৭ মাস আগে প্রসবের ১৫ দিনের মাথায় ওই গৃহিণীর একটি সন্তান মারা যায়। তারপর থেকেই ওই গৃহিণীর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ