27.1 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নেতা লাল পেলেং কিং বম (২৭) মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাল পেলেং কিং বমের (২৭) বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ায়।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। তিনি জানান, গত বছরের ২৬ জুন থেকে কেএনএফ নেতা লাল পেলেং কিং বম চট্টগ্রাম কারাগারে বন্দি। একই সংগঠনের আরও কয়েকজনের সঙ্গে তিনি কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, লাল পেলেং কিং বম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, বান্দরবানের রুমায় সোনালি ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি কেএনএফ সদস্য লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ