বিনোদন প্রতিবেদক : ঢাকার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার(১৬ মে২০২৩) তিনি নিজেই ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, তিনি উচ্চ জ্বরে ভুগছেন। এ সময় তার সাথে রয়েছে তার একমাত্র পুত্র রাজ্য।
শনিবার হতেই তিনি উচ্চজ্বরে ভুগছেন উল্লেখ করে চিত্রনায়িকা পরীমনি জানান, বিশ্ব মা দিবসটি তিনি হাসপাতালেই কাটিয়েছেন।
হাসপাতালে তিনি নিজে অসুস্থ হলেও ছেলের সব দেখভাল করছেন, কাছে রেখে। ফেসবুক পেজ পোস্টে হাসপাতালে একই বেডে মায়ের হাত ধরে রাজ্যকে খেলতে ও আদর করতে দেখা গেছে।
ফেসবুক পেজ পোস্টে পরীমনি লিখেন,””গতকাল ৮ ঘন্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারেনা কেউ।
বিএনএনিউজ২৪,জিএন