Bnanews24.com
টপ নিউজ শিক্ষা সব খবর স্পন্সর নিউজ

জীবনমুখি শিক্ষার বিকল্প নেই-মিজানুর রহমান মজুমদার

পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক,ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী ওয়ালি উল্ল্যাহ (রহ.) দ্বীনিয়া মাদরাসার সভাপতি, আলহাজ মিজানুর রহমান মজুমদার

‌বিএনএ ফেনী জেলা প্রতিনিধি : পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক,ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী ওয়ালি উল্ল্যাহ (রহ.) দ্বীনিয়া মাদরাসার সভাপতি, আলহাজ মিজানুর রহমান মজুমদার বলেছেন, করোনাভাইরাস যাতে নিজেদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে ব্যাপক ছড়াতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।স্বাস্থ্যবিধি মেনে বিধিনিষেধ মান্য করে চলাফেরা করতে হবে।

রোববার(১৬মে)সকালে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী ওয়ালি উল্ল্যাহ (রহ.) দ্বীনিয়া মাদরাসার ৬ষ্ঠ তলা ভবন নির্মাণ  কাজ পরিদর্শন ও গভর্ণিং বর্ডির জরুরী সভায় তিনি এ সব কথা বলেন।
Open photo

সভাপতির বক্তব্যে আলহাজ মিজানুর রহমান মজুমদার বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের আরবীর পাশাপাশি ইংরেজি ও বিজ্ঞান শিক্ষায় অধিক গুরুত্বারোপ করছে।কর্ম উপযোগি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন প্রত্যেক শিক্ষার্থীর জন্য আবশ্যক।জীবনমুখি শিক্ষার কোন বিকল্প নেই।

সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভর্ণিং বর্ডির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ সাকিব মাহমুদ, বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান মজুমদার, আবু আহাম্মদ পাটোয়ারী, মো: শহিদ উল্যাহ মজমদুার, মো: শাহাদাত হোসেন, ছাত্র অভিভাবক মাওলানা মো: নুরুল আমিন, মাওলানা বেলাল হোসাইন, শিক্ষক প্রতিনিধি মাওলানা মো: আবু মুসহিন ও মাওলানা ইমাম হোসাঈন প্রমুখ।

Open photo

সভায় মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজের অগ্রগতি ও মাদ্রাসার জমি রেজিষ্ট্রির বিষয়ে আলোচনা হয়।এর আগে মাদ্রাসার সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন করেন মাদরাসার সভাপতি আলহাজ মিজানুর রহমান মজুমদার।

বিএনএনিউজ২৪/এবিএম নিজাম উদ্দিন,এসজিএন