15 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারের হোটেলে তরুণীর আত্মহত্যা

কক্সবাজারের হোটেলে তরুণীর আত্মহত্যা

কক্সবাজার সদর মডেল থানা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) রাত ১১ টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের হোটেল আল মারও’য়া নামক আবাসিক হোটেলের ১৩১নং কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। জানিয়েছে পুলিশ।

হোটেল রেজিস্টারের তথ্য সূত্রে জানা যায়, নিহত তরুণী গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে শারমিন আক্তার (২৬)। হোটেল আল-মারওয়া’র কর্মচারী মিনহাজ জানান, বুধবার (১৫) মার্চ ভোর ৩ টার দিকে একটি লাগেজসহ একা তাদের হোটেলে উঠেন ঐ তরুণী। পরে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কোন সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়ায় পরে ম্যানেজার সহ পুলিশকে খবর দেয় তারা।

ঘটনাস্থল পরিদর্শন করেন, কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত মোঃ নাজমুল হুদা ও অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

সদর মডেল থানার (ওসি) তদন্ত মোঃ নাজমুল হুদা জানান, শারমিন আক্তার নামের এক তরুণী ঢাকা থেকে এসে গতকাল ভোরে ৩ টায় হোটেল আল- মারওয়া’র ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে হোটেল কর্তৃপক্ষ আমাদের জানালে অফিসার ইনচার্জ সহ হোটেল রুমের দরজা ভেঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

বিএনএ, ফআশাহীন,জিএন

Loading


শিরোনাম বিএনএ