24 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ৯ উইকেটে হারল তামিম একাদশ

৯ উইকেটে হারল তামিম একাদশ

নিউজিল্যান্ডে ৯ উইকেটে হারল তামিম একাদশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে নাজমুল একাদশ। স্থানীয় সময় সকাল ১১টায়, বাংলাদেশ সময় ভোর চারটায় নিউজিল্যান্ডের কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩৩ রান তুলে তামিম একাদশ। নাঈম শেখ ১২, সৌম্য সরকার ২৮, মাহমুদউল্লাহ ৩৫, শেখ মেহেদী হাসান ৩৮ রান করেন। মোহাম্মদ মিথুন ৫৫ করে তামিম একাদশ একাদশকে এগিয়ে নিয়ে যান। নাজমুল একাদশের পক্ষে পেসার রুবেল ৪২ রানের বিনিময়ে ৪ উইকেট এবং মোহাম্মদ সাইফ উদ্দিন ৪০ রান দিয়ে ১ উইকেট নেন।

২৩৪ রানের লক্ষে খেলতে নেমে প্রস্তুতি ভালো হয়েছে নাজমুল একাদশের।  শান্ত ৪০ রান করে নিয়েছেন রিটায়ার্ড হার্ট। ৫৯ রান করে একই পথে ডাগ আউটে গেছেন লিটন। মেহেদী মিরাজ স্বেচ্ছায় ক্রিজ ছাড়ার আগে তুলেছেন ফিফটি। ৫৪ রানে মুশফিক আর সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন মুস্তাফিজ।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ