22 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ঝুঁকিতে বাংলাদেশ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ঝুঁকিতে বাংলাদেশ

উপকূল

বিশ্ব ডেস্ক: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশ, চীন, ভারত এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো মারাত্মক হুমকির মুখে রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এমন সতর্কবার্তা দিয়েছেন। এ কারণে নতুন করে জলবায়ু শরণার্থী সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কি ধরনের প্রভাব ফেলছে সে প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম বিতর্কে কড়া ভাষণ দেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব জানান, উনিশ শতকের পর থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বেড়ে চলেছে। এতে নিচু উপকূলবর্তী অঞ্চল ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর অন্তত ৯০ কোটি মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। গুতেরেস বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ব্যাংকক, জাকার্তা, লাগোস, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, মুম্বাই, নিউইয়র্ক, সাংহাই এবং বুয়েনস আইরেসের মতো বড় শহরগুলো বিপদে পড়তে পারে।

নিরাপত্তা পরিষদে গুতেরেস বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে উপকূলীয় অঞ্চলের প্রায় ৯০ কোটি মানুষ বড় বিপদের মধ্যে রয়েছে। অর্থাৎ বিশ্বের প্রতি দশজনের একজন এই মারাত্মক হুমকিতে পড়েছে।’

জাতিসংঘ মহাসচিব নাসার তথ্য মতে জানান, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ছে। এতে প্রতি বছর গড়ে ১৫ হাজার কোটি টন বরফ গলে যাচ্ছে। গ্রিনল্যান্ড দ্বীপের বরফে আচ্ছাদন সংকুচিত হয়ে আসছে। প্রতি বছরে গ্রিনল্যান্ড থেকে ২৭ হাজার টন বরফ গলে সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে। এ ছাড়া বিগত ১১ হাজার বছরের যেকোনো সময়ের চেয়ে গত শতাব্দীতে মহাসাগর দ্রুত উষ্ণ হয়েছে।

গুতেরেস বলেন, ‘আমাদের পৃথিবী ১.৫ ডিগ্রি উষ্ণায়নের সীমারেখা অতিক্রম করছে। মানুষের বতর্মান কর্মকাণ্ডের জেরে পৃথিবী ২.৮ ডিগ্রি উষ্ণায়নের দিকে ধাবিত হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য।’

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে গুতেরেস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর পর্যাপ্ত অর্থসম্পদ থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় ১০ হাজার কোটি ডলারের তহবিল দ্রুত নিশ্চিত করতে হবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ