বিএনএ, ঢাকা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিছিল নিয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জে ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক চিকিৎসাধীন রেখেছেন।
আহতরা হলেন, মোহাম্মদ বাবু(৫৪)(ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সেন্ট),নেবুলা(২৫) ঢাবির শিক্ষার্থী, ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩),পঙ্কজ নাথ (৩০),বাবুল (৩৫) পথচারী ।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রিয়াদ জানান, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে আমাদের পুলিশ লাঠিসোটা দিয়ে আঘাত করতে থাকে । এতে আমরা কয়েকজন আহত হই। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আহতদের চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, মিছিল সহকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার পথে পুলিশ বাধা দেয় বাধা অতিক্রম করে যাওয়ার সময় পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ শুরু করে। আমরা পুলিশের এই হামলার প্রতিবাদে বিচার দাবি করছি।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী