30 C
আবহাওয়া
৬:৪৪ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » র‌্যাবের অগ্রগতিতে খুশি মার্কিন সহকারী মন্ত্রী

র‌্যাবের অগ্রগতিতে খুশি মার্কিন সহকারী মন্ত্রী


বিএনএ, ঢাকা : বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) উপর নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যা কমে আসায় প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু৷

তিনি বলেন, ‘‘বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷’’ সেই সব দেশের আগে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে বলেও আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু৷

মার্কিন সহকারী মন্ত্রী শনিবার রাতে ঢাকায় আসেন৷ বিমানবন্দর থেকে তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেনের বাসায় যান এবং নৈশভোজে অংশ নেন৷ রাতে তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়৷

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন ডোনাল্ড লু৷

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘র‌্যাব প্রসঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷ এটা খুবই ভালো কাজ৷ এটা প্রমাণিত হয়, র‌্যাব সন্ত্রাস প্রতিরোধ ও আইন প্রয়োগের দায়িত্ব মানবাধিকার রক্ষা করেই করতে পারবে৷’’

তিনি বলেন, ‘‘আমরা খুব খোলামেলা আলোচনা করেছি৷ যুক্তরাষ্ট্রের একটা কমিটমেন্ট আছে, গণতন্ত্র এবং মানবাধিকার৷ আমরা যখন সমস্যা দেখি, তখন কথা বলি, পরামর্শ দেই৷ আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি৷ আমরা আমাদের গুরত্বপূর্ণ অংশীদার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই৷’’

তিনি আরো বলেন, “আমরা খুবই গর্বিত, আমরা আজ শ্রম অধিকার নিয়ে কথা বলেছি৷ বাংলাদেশের মানুষ ও বাণিজ্যিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷”

জিএসপি সুবিধা প্রসঙ্গে লু বলেন,‘‘আমরা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি৷ এই তালিকার অনুমোদন পেলে প্রথম দেশ হবে বাংলাদেশ৷’’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ