26 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ : আহত ৪

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ : আহত ৪

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ : আহত ৪

বিএনএ, কুমিল্লা : কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবী প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিল অভিযোগ করেন, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার কথা শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ২৪ অগ্রসর হচ্ছে বঙ্গোপাসাগরে সৃষ্ট নিম্নচাপটি