26 C
আবহাওয়া
৫:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ : আহত ৪

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ : আহত ৪

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ : আহত ৪

বিএনএ, কুমিল্লা : কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবী প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিল অভিযোগ করেন, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার কথা শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ