20 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ইরানের থানায় সন্ত্রাসী হামলা, ১১ পুলিশ নিহত

ইরানের থানায় সন্ত্রাসী হামলা, ১১ পুলিশ নিহত


বিএনএ বিশ্বডেস্ক :  ইরানের  সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাস্ক জেলায় একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। শুক্রবার(১৫ ডিসেম্বর)  ভোরে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তান ভিত্তিক গোষ্ঠী জইশ-আল-আদল   এই হামলার দায় স্বীকার করেছে।

প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেছেন, সন্ত্রাসীরা ভোরে জেলা পুলিশের প্রধান কেন্দ্রে হামলা চালিয়েছে। আহত ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মির আহমাদি বলেছেন, সন্ত্রাসীরা একযোগে বিভিন্ন দিক থেকে থানায় হামলা শুরু করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় দুই সন্ত্রাসী নিহত এবং একজন আহত হয়েছে। আহত সন্ত্রাসী পুলিশের হেফাজতে রয়েছে। বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তাদের  গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সন্ত্রাসী গোষ্ঠীটি গত কয়েক বছর ধরে দক্ষিণ-পূর্ব ইরানে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে এবং কয়েক জনকে অপহরণ করেছে। সামরিক-বেসামরিক মানুষকে তারা টার্গেট করছে।

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ