25 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি সম্পর্কে যুক্তরাষ্ট্র হতাশ, ধারণা মোমেনের

বিএনপি সম্পর্কে যুক্তরাষ্ট্র হতাশ, ধারণা মোমেনের


বিএনএ, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মনে করেন, বিএনপি যে কাজগুলো করেছে, তাতে আমেরিকা তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তা ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির কাছ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ পায়নি বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আবদুল মোমেন বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের কোনো চাপ নেই আমরা আমাদের নিজেদের চাপে আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।

বিএনপি দাবি করছে আমেরিকা এ ধরনের নির্বাচন চায় না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দাবি করতেই পারে। তাদের জিজ্ঞেস করেন। আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট না। কারণ আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।

বিএসএনউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ