17 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা

করোনা আক্রান্ত বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা

রঙ্গনা হেরাথ

বিএনএ, ঢাকা: নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হয়েছেন। আর সবার মতো তিনিও এখন আছে কোয়ারেন্টাইনেই। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত এক সহযাত্রীর কাছাকাছি সংস্পর্শে আসায় দলের অন্তত ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু হেরাথের তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে। দলের এক সদস্য খবরটি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে প্রবেশ করেছিল বাংলাদেশ দল। এরপর দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পর মঙ্গলবার থেকে জিম করার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা।

এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির একজন যাত্রী করোনা আক্রান্ত ছিল। কোভিড আক্রান্ত যাত্রীর কাছাকাছি থাকায় অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহম্যদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের তিন সদস্য জিম ব্যবহারের সুযোগ আপাতত পাচ্ছেন না। তাদেরকে থাকতে হচ্ছে রুম কোয়ারেন্টিনেই।

এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী ৭ দিনের কোয়ারেন্টিনের পর সম্পূর্ণ মুক্ত চলাচলের সুযোগ পাওয়ার কথা ক্রিকেটারদের। তবে দলের ভেতর করোনা আক্রান্ত থাকায় এই সিদ্ধান্তে কোন বদল আসবে কিনা তা এখন দেখার বিষয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ