25 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আশুগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশুগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশুগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আশুগঞ্জ উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ও আশুগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  অরবিন্দ  বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এনামুল হক, আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, আবু আব্দুল্লাহ, সাংবাদিক জহির সিকদার ও সাংবাদিক হুমায়ূন কবির।

অনুষ্ঠানে উপজেলার ৬০ টি ক্রীড়া প্রতিষ্ঠানের  মাঝে ক্রিকেট,ব্যাডমিন্টন ও ফুটবল সরঞ্জামাদি বিতরণ করা হয়।

বিএনএনিউজ/গোলাম সারোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ