বিনোদন ডেস্ক : বিকল্প চলচ্চিত্র আন্দোলনের ৩৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দুই গুণী চলচ্চিত্র নির্মাতা, মোরশেদুল ইসলাম ও তানভীর মোকাম্মেলকে আজীবন সম্মাননা প্রদান করে।
সম্প্রতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করেন জাহিদুর রহমান অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন মসীহ উদ্দিন শাকের ও মানজারে হাসিন মুরাদ।
মূলধারার চলচ্চিত্রকে পাশ কাটিয়ে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ১৯৮৬ সালে গঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন তানভীর মোকাম্মেল আর সাধারণ সম্পাদক ছিলেন মোরশেদুল ইসলাম। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম তাদের এই ৩৬ বছরের দীর্ঘ পথ চলায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানজনক পুরস্কার বয়ে আনে।
প্রধান অতিথি, বিশেষ অতিথি পুরস্কৃত দুই ব্যক্তিত্বের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদ তুলে দেন। পুরস্কার প্রদান শেষে ১৬ মিলিমিটারে নির্মিত সূচনা, আগামী, চাকা ও বিশ্বায়নে নারী স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হয়।
বিএনএ,আর আর খান,জিএন