26 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » বিকল্প চলচ্চিত্র আন্দোলনের ৩৬ বছর পূর্তি

বিকল্প চলচ্চিত্র আন্দোলনের ৩৬ বছর পূর্তি

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম

বিনোদন ডেস্ক :  বিকল্প চলচ্চিত্র আন্দোলনের ৩৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দুই গুণী চলচ্চিত্র নির্মাতা, মোরশেদুল ইসলাম ও তানভীর মোকাম্মেলকে আজীবন সম্মাননা প্রদান করে।

No description available.

সম্প্রতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করেন জাহিদুর রহমান অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন মসীহ উদ্দিন শাকের ও মানজারে হাসিন মুরাদ।

মূলধারার চলচ্চিত্রকে পাশ কাটিয়ে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ১৯৮৬ সালে গঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন তানভীর মোকাম্মেল আর সাধারণ সম্পাদক ছিলেন মোরশেদুল ইসলাম। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম তাদের এই ৩৬ বছরের দীর্ঘ পথ চলায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানজনক পুরস্কার বয়ে আনে।

প্রধান অতিথি, বিশেষ অতিথি পুরস্কৃত দুই ব্যক্তিত্বের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদ তুলে দেন। পুরস্কার প্রদান শেষে ১৬ মিলিমিটারে নির্মিত সূচনা, আগামী, চাকা ও বিশ্বায়নে নারী স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হয়।

বিএনএ,আর আর খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩