30 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কূটনৈতিক অঙ্গনে রদবদল

কূটনৈতিক অঙ্গনে রদবদল


বিএনএ, ঢাকা : নয়াদিল্লী, কলকাতা, ওয়াশিংটন, বেজিং ও কুনমিংয়ের বাংলাদেশের কূটনৈতিক মিশনে বড় ধরনের রদবদল করা হয়েছে। এরই অংশ হিসেবে  ৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে ফেরানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আদেশে এসব রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ কর্মকর্তাদের অবিলম্বে ফেরত আসার কথা বলা হয়েছে। ফেরত নিয়ে আসা এসব কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ঐ পদগুলোতে ছিলেন।

যদেরকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে–

১.মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ২. রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান ৩. ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ৪. সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী ৫. জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ ৬. আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ৭. জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ৮. ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা ৯. কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা ১০. নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদ।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ