15 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সৌদিতে আগুনে ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে আগুনে ৭ বাংলাদেশি নিহত

আগুন

প্রবাস ডেস্ক: সৌদি আরবে একটি কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় আল-আহসা জেলায় একটি ফার্নিচারের কারখানায় শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে। এছাড়াও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

জানা গেছে, আল আহসার আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। এরই মধ্যে আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ