24 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের এক হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের এক হাত বিচ্ছিন্ন


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনে ছাদ থেকে পড়ে মোহন মন্ডল (২০) নামে এক তরুণের বাম হাত বিছিন্ন  হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে নগরীর কেওয়াটখালী রেল ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত তরুণ মোহন মন্ডল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জালাল মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, মোহন মন্ডল পরিবারের সাথে ঈদ করতে ঝাড়িয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ছাদে করে গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে ফিরছিলেন। ট্রেন ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রীজ এলাকায় পৌঁছলে হঠাৎ ছাঁদ থেকে পড়ে গিয়ে হাত বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।মোহন মন্ডল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনের ছাঁদ থেকে এক তরুণের পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ হামিমুর, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ