28 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শপিংমল কোম্পানির দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শপিংমল কোম্পানির দেউলিয়া ঘোষণার আবেদন


বিএনএ, বিশ্বডেস্ক : দীর্ঘ সময় ধরে করোনার প্রকোপে বদলে গেছে বিশ্বের অনেক কিছুই। তার মধ্যে অন্যতম ব্যবসা-বাণিজ্য। অনেক বড় বড় কোম্পানী ব্যবসার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। তেমনই এক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানি ‘ওয়াশিংটন প্রাইম গ্রুপ’। ওহাইওভিত্তিক কোম্পানিটি নিজেদেরকে দেউলিয়া ঘোষণার আবেদন করে আদালতে দায়মুক্তির আর্জি জানিয়েছে।

ওহাইওভিত্তিক শপিং মল কোম্পানি ‘ওয়াশিংটন প্রাইম গ্রুপ’ স্থানীয় সময় ১৪ জুন আদালতে এ আবেদন জানিয়েছে। দেউলিয়া ঘোষণার আবেদন করে কোম্পানিটি দেনা থেকে দায়মুক্তির আরজি জানিয়েছে। এ আবেদন গৃহীত হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে থাকা কোম্পানিটির শতাধিক শপিং মল চিরতরে বন্ধ হয়ে যাবে।
ওয়াশিংটন প্রাইম গ্রুপ জানিয়েছে, করোনা মহামারি তাদের শপিং মল ব্যবসার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তাই তারা দেউলিয়া ঘোষণার আবেদন করতে বাধ্য হয়েছে। এ আবেদন আদালতের অনুমোদন করতে হবে। সে পর্যন্ত তারা ব্যবসা চালিয়ে যাবে।

এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ওয়াশিংটন প্রাইম গ্রুপের শেয়ার নেমেছে অন্তত ৬০ শতাংশ। কোম্পানিটির প্রধান নির্বাহী লি কনফর্টি বলেছেন, শপিংমলগুলো পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে কোম্পানির অর্থনৈতিক কাঠামো পুনর্বিন্যাস করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ