বিএনএ, চট্টগ্রাম : সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে মর্মে তফসিল ঘোষণা করেছে ইসি। দীর্ঘ কল্পনা-জল্পনা শেষে শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শুক্রবার রাতে দলীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন পাওয়াদের নামের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।
বাঁশখালীর ১৪টি ইউনিয়ন থেকে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়নের তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন- (১) পুকুরিয়া ইউনিয়নে বোরহান উদ্দিন, (২) সাধনপুরে মহিউদ্দিন চৌধুরী খোকা, (৩) খানখানাবাদে জসিম হায়দার, (৪) বাহারছড়ায় তাজুল ইসলাম, (৫) কালিপুরে আ ন ম শাহাদাত আলম, (৬) বৈলছড়ীতে কফিল উদ্দিন।(৬/ক) কাথারিয়ায় ইবনে আমিন।
(৭) সরলে রশিদ আহমদ চৌধুরী, (৯) গণ্ডামারায় জাহেদুল হক চৌধুরী মার্শাল, (৯/ক) শীলকূপে কায়েস সরওয়ার সুমন, (১০) চাম্বলে মুজিবুল হক চৌধুরী, (১১) শেখেরখীলে মোহাম্মদ ইয়াছিন তালুকদার, (১২) ছনুয়ায় মুজিবুর রহমান, (১৩) পুইছড়িতে জাকের হোসেন বাচ্চু।
এছাড়াও বাঁশখালীর ১৪টি ইউনিয়ন থেকে আগামী নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত রানী সদস্য এবং সাধারণ সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বেশকিছু মনোনয়নপ্রত্যাশী।
উল্লেখ্য বাঁশখালীর ১৪ টি ইউনিয়নে ইউপি নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।ইউনিয়ন পরিষদ নির্বাচন বাঁশখালীতে প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে।বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২২ থেকে ২৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৬ মে,প্রতীক বরাদ্ধ হবে ২৭ মে।উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে বাঁশখালীর ১৪টি ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার সহ সর্বমোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৯ টি।
বিএনএ/ ওজি