25 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিসিবিতে অভিযানে দুদক

বিসিবিতে অভিযানে দুদক


বিএনএ, ঢাকা : নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করেন কমিশনের তিন সদস্য। পরে সংবাদ সম্মেলনে অভিযানের কারণ ব্যাখ্যা করেন তারা। বিসিবি থেকে সবধরনের সহযোগিতার কথা জানানো হয়েছে দুদককে।

বিসিবিতে তিনটি অভিযোগ নিয়ে অভিযান পরিচালনার কথা বলেছেন দুদক সদস্যরা। এগুলো হল- ক্রিকেটে বিভিন্ন লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির আয়ের সাথে অসঙ্গতি এবং মুজিব শতবর্ষের অর্থ আত্মসাৎ সম্পর্কিত।

দুদকের পক্ষে জানানো হয়েছে, বিসিবির বিভিন্ন লিগের বাছাই ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে ২০২৩ সালের তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার আসরের বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই বছর অংশগ্রহণ ফি ধরা হয়েছিল ৫ লাখ টাকা, অংশ নেয় ২-৩টি দল। কিন্তু এবছর ফি কমিয়ে ১ লাখ টাকা করলে ৬০টি দল আবেদন করে।

এছাড়া বিপিএলের টিকিট বিক্রির আয় নিয়ে অসঙ্গতির বিষয়টিও নজরে এসেছে দুদকের। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিসিবি টিকিট বিক্রির মাধ্যমে মোট ১৫ কোটি টাকা আয় দেখিয়েছে। কিন্তু ১১তম আসরে সরাসরি নিজেরা টিকিট বিক্রি করে আয় দেখিয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এত বড় পার্থক্যও দুদকের তদন্তের আওতায় রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ