বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে বেড়েছে জিরা, আদা, কালো এলাচ ও কিসমিসের দাম। আমদানি কমের অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে এসব পণ্যের দাম কেজিতে বেড়েছে ৯০ থেকে ১০০ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি আমদানিকৃত জিরা বিক্রি হয়েছে ৬২০ টাকায়, বর্তমানে তা কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২০ টাকা দরে। ১০০ টাকা কেজির আদা ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। এ ছাড়াও কেজিতে ৬০ টাকা বেড়ে ৯০০ টাকার কালো এলাচ বিক্রি হচ্ছে ৯৬০ টাকা ও ৪৪০ টাকার কিসমিস বিক্রি হচ্ছে ৪৬০ টাকা কেজি দরে।
হিলি বাজারের মসলা বিক্রেতা মাসুম বলেন, আমদানি কমের কারণে জিরার দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কালো এলাচ, কিসমিস, আদার দামও বেড়েছে। দাম বাড়ার কারণে আমাদের কেনাবেচা কমে গেছে। দাম কম হলে আমাদের কেনাবেচা বাড়ে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।
বিএনএনিউজ/এইচ.এম।