36 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » সংসদ নির্বাচনের ৩শ আসনের ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার করছে বিএনএ

সংসদ নির্বাচনের ৩শ আসনের ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার করছে বিএনএ

ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার শুরু করেছে বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি(বিএনএ)

বিএনএ, চট্টগ্রাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনের আসন ভিত্তিক ধারাবাহিক হালচাল ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার শুরু করেছে বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি(বিএনএ)।

ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার
ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার

মঙ্গলবার(১৪ মার্চ ২০২৩) সন্ধ্যায় চট্টগ্রামের বাংলা বাজার ‘মাম টাওয়ারস্থ বিএনএ”এর চট্টগ্রামের নতুন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার উদ্বোধন করেন বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার ।অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন বিএনএ প্রকাশক জা‌কির হো‌সেন।

ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার-২
ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার-২

এতে বিশেষ অতিথি ছিলেন চাকসু ভিপি নাজিম উদ্দিন, বিএনএ’র প‌রিচালক হা‌দিদুর রহমান, র‌বিউল হো‌সেন বাবু । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মো‌মিনুর রহমান, কে এম জ‌হিরুল কাইয়ুম, জা‌ভেদ মাহমুদ প্রা‌ন্তিক , পোর্টল্যান্ড প্রপার্টিজের এমডি সাইফুল ইসলাম, বিএনএ’র নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা প্রমুখ।তাছাড়া পোর্টল্যান্ড গ্রুপ ছাড়াও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, Real Time True news এই শ্লোগানে মুক্ত চিন্তা, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায প্রতিষ্ঠিত বাংলাদেশ নিউজ এজেন্সি’ র ওয়েব পোর্টাল বিএনএ নিউজ টুয়েন্টি ফোর ডটকম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (১৪ মার্চ) সন্ধ্যা থেকে ৩০০ আসনের তথ্য ভিত্তিক নির্বাচনী ভিজুয়াল প্রতিবেদন প্রচার শুরু করেছে। এতে থাকছে ১৯৭৩ সালের ৭ই মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম সংসদ নির্বাচন থেকে সর্বশেষ ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের তথ্য-উপাত্ত, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ।

জাতীয় সংসদের ৩০০ আসনে কে,? কখন? কোন রাজনৈতিক দলের টিকেটে, কখন প্রতিনিধিত্ব করেছে? কতজন ভোট প্রদান করেছেন? কত ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী? নিকটতম প্রতিদ্বন্দ্বী কে? কোন রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন? কত ভোট পেয়ে ছিলেন?

কেমন ছিল আগের সংসদ নির্বাচনগুলোতে আসন ভিত্তিক ভোটের লড়াই? পঞ্চগড় ১ থেকে বান্দরবান ৩০০ সংসদীয় আসনে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি কেমন?

এসব উত্তর খুঁজে পাবেন বিএনএ নিউজ টুয়েন্টি ফোর এর এই নির্বাচনী ভিজুয়াল প্রতিবেদনে।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ