25 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে আগুন

কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর কাওরানবাজারে ইটিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ালা নামে রেস্টুরেন্টে লাগা আগুন আধা ঘণ্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দফতরে ডিউটি অফিসার মো. শাহজাহান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইটিভি ভবনের নিচ তলায় পেয়ালা নামে একটি রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৮টা ২৬ মিনিটে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ