19 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » কেন্দ্রীয় কারাগারের সামনে পিকআপভ্যান উল্টে আহত কিশোরের মৃত্যু

কেন্দ্রীয় কারাগারের সামনে পিকআপভ্যান উল্টে আহত কিশোরের মৃত্যু

মৃত্যু

বিএনএ,ঢাকা : ঢাকা ( কেরানীগঞ্জের) কেন্দ্রীয় কারাগারের সামনে মাল বোঝাই একটি পিকআপভ্যান উল্টে আহত ইয়ামিন হোসেন (১৬) নামে এক কিশোর মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মারা গেছেন।

ইয়ামিনের আত্মীয় মোহাম্মদ হাসান জানান, ইয়ামিন পিকআপভ্যানচালকের সহকারী হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টায় সিরাজদিখান থেকে রং ও টাইলস নিয়ে ঢাকায় আসার সময় ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় পিকআপভ্যানের চাকা ফেটে উল্টে যায়। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্হায় রাত পৌনে ৪টার দিকে ইয়ামিন মারা যান।

তিনি আরও জানান, ইয়ামিন ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকার সোহেল মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকতেন। এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ