30 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : নতুন আক্রান্ত ১৮৮

চট্টগ্রামে করোনা : নতুন আক্রান্ত ১৮৮

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষায় ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৩৯ জন ও উপজেলায় ৪৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫০২ জন। আক্রান্তের হার ৬ দশমিক ৩১ শতাংশ। তবে, এসময় করোনায় কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার ( ১৫ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিআইটিআইডিতে ৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৪০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, এন্টিজেন টেস্ট ৪১ জনের নমুনা পরীক্ষায় ২ জন,  ইম্পেরিয়াল হাসপাতালে ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরনে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, আরটিআরএলে ১৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, এপিক হেলথ কেয়ারে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জন, ল্যাব এইডে ১ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ, মেট্রোপলিটন হাসপাতালে ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়।

ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলার ৪৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ২, বাঁশখালীর ৫, আনোয়ারার ৬, পটিয়ার ৩, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ২, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ৩ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষায় ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫০২ জন। যাদের মধ্যে নগরে ৯১ হাজার ২৪৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৫৬ জন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৬ জন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ