30 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার: প্রধানমন্ত্রী

সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার: প্রধানমন্ত্রী


বিএনএ ডেস্ক, ঢাকা: সততা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোস্টগার্ডের জন্য জাহাজ, হোভারক্রাফট, দ্রুতগামী বোটসহ অত্যাধুনিক নৌযানের ব্যবস্থা করেছে সরকার। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ভূমিকার জন্য বাহিনীর সদস্যদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্যে বঙ্গোপসাগরের গুরুত্ব তুলে ধরে এর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলে আরেকটি শিপইয়ার্ড তৈরির বিষয়টি চিন্তা করছে সরকার। যে পরিকল্পনা ও কাঠামো তৈরি হচ্ছে তার ভিত্তিতে প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম দেশের সমুদ্রের গুরুত্ব অনুধাবন করে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি সমুদ্রে ও সমুদ্রসম্পদে জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭৪ সালে ‘দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন্স অ্যাক্ট’ প্রণয়ন করেন।

প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণের প্রক্রিয়াও শুরু করেন। সে সময় মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ