37 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গ্রাহকের আমানতে ইচ্ছামতো সুদ দিতে পারবে ব্যাংক

গ্রাহকের আমানতে ইচ্ছামতো সুদ দিতে পারবে ব্যাংক

ইচ্ছামতো সুদ দিতে পারবে ব্যাংক

বিএনএ: ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেয়া সুদহার তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদহার নিজেদের মত করে নির্ধারণ করতে পারবে।

রোববার (১৫ জানুয়ারি) ২০২২-২৩ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গভর্নর বলেন, এখন থেকে ব্যাংকগুলো সামর্থ্য অনুযায়ী আমানতের সুদ দেবে। আমানত কমার প্রসঙ্গে গভর্নর বলেন, আমানত কমেনি, আমানতের প্রবৃদ্ধি কমেছে। আগে আমানতের প্রবৃদ্ধি অনেক ছিল। এখন সেটা ৮ শতাংশে নেমে গেছে। এর মধ্যে ৫ শতাংশ ব্যক্তি আমানত। এই আমানত ঠিকই আছে। কারণ সরকারি, প্রাতিষ্ঠানিক আমানত কমে গেছে।’

ভোক্তা ঋণে সুদহার ১২ শতাংশ

নতুন মুদ্রানীতিতে ভোক্তা ঋণের সুদহারও বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। ভোক্তা ঋণে সুদহার ৩ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। তবে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদ আগের মতোই ৯ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ভোক্তা ঋণের ক্ষেত্রে সুদহার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। বর্তমানে ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে রাখা হয়েছে। এখন সেখানে ভোক্তা ঋণের সুদহার বাড়িয়ে ১২ শতাংশ পর্যন্ত করতে পারবে ব্যাংকগুলো। এর ফলে ব্যাংকগুলো এখন ভোক্তা ঋণের সুদহার বাড়াতে পারবে। তবে শিল্পঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক বলেছে, অন্যান্য ঋণের বেঁধে দেয়া সুদহার তুলে নেয়ার বিষয়টি বিবেচনাধীন থাকবে।

গভর্নর জানান, যখন ইকোনমিক অবস্থা ভালো হবে আস্তে আস্তে ঋণের সুদহার তুলে নেয়া হবে। এখন ৯ শতাংশ সীমা তুলে দিলে ১৮ শতাংশ সুদে কে বিনিয়োগ করবে?

২০২০ সালের এপ্রিল মাসে আমানত-ঋণের সুদহার নির্দিষ্ট করে দেয় বাংলাদেশ ব্যাংক। তখন ঠিক হয় ক্রেডিট কার্ড ছাড়া যেকোনো ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ, আর আমানতের সর্বোচ্চ সুদহার হবে ৬ শতাংশ।

করোনা শুরুর আগে দেশের প্রায় সব বেসরকারি ব্যাংক আমানতের তীব্র সংকটে ছিল। তখন বেশি সুদের অফার দিয়ে অন্য ব্যাংকের গ্রাহককে নিজ দখলে নেয়ার প্রতিযোগিতায় ছিলেন ব্যাংকাররা।

কিন্তু করোনোর প্রাদুর্ভাবের শুরুতে অর্থনৈতিক কর্মকাণ্ড গতি হারালে ঋণের চাহিদা যায় কমে। বিনিয়োগ-খরায় দেশের মুদ্রাবাজারে তৈরি হয় অলস তারল্যের পাহাড়। এই পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থরক্ষায় উদ্যোগী হয়ে ওঠে কেন্দ্রীয় ব্যাংক।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ